04/21/2025 গোমস্তাপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
১ মার্চ ২০২৩ ২০:২৩
এম এ করিমঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাউসার আলীর সভাপতিত্বে ডাকবাংলো চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শামছুল আযম, উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার,উদ্যোক্তা শিবলি সরকারসহ অন্যান্যরাও।
মেলায় ৪৮ টি স্টলে প্রায় ৪ শতাধিক পশু নিয়ে মেলা অংশগ্রহন করে খামারীরা।