03/13/2025 দেশে বর্তমানে যে পরিমাণ নার্স আছে তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন - স্বাস্থ্যমন্ত্রী
হ.আ/রিপোর্টার
৩১ মার্চ ২০২৩ ২১:৪০
সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশে ৮৫ হাজার নার্স কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে তিনি বলেছেন, দেশে বর্তমানে যে পরিমাণ নার্স আছে তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। আমরা চাহিদা মতো আরও নার্স নিয়োগ দিব। গত দশ বছরে আমরা ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।
আজ শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কমপ্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এ কথা জানান তিনি।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, তবে নার্সরা তাদের সার্বক্ষণিক সেবা দেয়। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে। তবে নার্সদের আরও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে অন্যদের মধ্যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূর (এনডিসি), পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু (এনডিসি), স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক টিটো মিয়া প্রমুখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, বিদেশে বাংলাদেশি নার্সের চাহিদা অনেক। আমরাও চাই আমাদের নার্সরা বিভিন্ন দেশে সেবা দিয়ে বাংলাদেশের সম্মান বয়ে আনুক। এ জন্য তাদের বিশেষায়িত প্রশিক্ষণের আওতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে। এরমধ্যে ৪৫ হাজার সরকারি, বাকিরা বেসরকারি। এছাড়া দেশে নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।