04/22/2025 সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
এম এ করিম/স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৩ ০৫:২৮
নিউজ ডেস্কঃ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে ইউনিয়নের জাতাহারা বাজার ডোবার মোড় ইসলামী সমাজ কল্যাণ অফিসে গরীব অসহায় পরিবারের মাঝে তেল চিনি লাচ্ছা সেমাইসহ এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।এ সময় ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,সংগঠনটি সভাপতি ও কায়েমপুর আলহাজ নুরজাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদস্য আয়াত হোসেন চৌধুরী চাঁড়ালডাঙ্গা, সাইফুরদ্দীন ইসলাম ফুলবাড়ী, নজিবুর রহমান ম্যানেজার বরেন্দ্র শস্য ভান্ডার ডোবার মোড়, নসিবুর রহমান সেলস অফিসার ইষ্টওয়েষ্ট জাতীয় দৈনিক ইনফো বাংলা পত্রিকা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল করিম সহ আরো অনেকেই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখীর মধ্য দিয়ে প্রতিবছরের মত এবারও গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।এছাড়াও তিনি বলেন, এককালীন দান সাদকা যাকাত ফিৎরা উশুর সাদরে গ্রহণ করে পঙ্গু অসহায় গরীবমেধাবী ছাত্র নবমুসলিম বন্যার্ত ও বেওয়ারিশদের কাফন সহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দুঃসময়ে দাঁড়িয়ে থাকেন এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামক প্রতিষ্ঠানটি।
পরে একশত পাঁচটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।