03/12/2025 আবারও বেঁকে গেছে রেললাইন;ট্রেন চলাচল বন্ধ।
আ/স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৩ ০১:২৩
অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। এর ফলে আপলাইনে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ রেললাইনটির আপলাইনে বেঁকে যায়।
আখাউড়া রেলওয়ে জাংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক বলেন, গরমের কারণে আবারও রেললাইনটির আপলাইনে বেঁকে যায়, এজন্য এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবারও দুপুরে ওই এলাকায় গরমের কারণে আপলাইন বেঁকে যায়। প্রায় ত্রিশ ঘণ্টা চেষ্টার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় আপলাইনটি আবার চালু করা হয়। কিন্তু রাত না পোহাতেই আবারও বেঁকে গেলো রেললাইনটি।