04/22/2025 লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৩, আহত ৫।
অনলাইন ডেস্ক
১১ এপ্রিল ২০২৪ ১৭:২৭
রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের রশি ছিঁড়ে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা নদীবন্দর ট্রাফিকের (সদরঘাট) যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন।
তিনি বলেন, এ ঘটনায় ৩ জন মারা গেছেন। পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফারহান ৬ লঞ্চ পার্কিং করতে যায়। এতে করে তাশরিফ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।