04/04/2025 ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস
ডেস্ক রিপোর্ট
১ মে ২০২৪ ১৯:৪০
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জাতীয় পতাকা নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা বর্ণ্যঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্ত মে গিয়ে বঙ্গবন্ধ‚র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে র্যালি শেষে শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যন্য নেতৃবৃন্দ।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়ার আহবান জানান।