04/05/2025 গিনেস ওয়ার্ল্ডে নাম লিখালেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল
স্টাফ রিপোর্টার
৩১ মে ২০২৪ ১৬:০৯
ক্রীড়া ডেস্ক: টানা জয়ের বিশ্বরেকর্ড আগেই গড়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। চ্যাম্পিয়ন দলটি গত মার্চে ২৮তম জয় তুলে নিয়ে টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ে।
সেবার তারা ভেঙে দেয় ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের (২০১৬-১৭ মৌসুমে) টানা ২৭ জয়ের রেকর্ড। শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের দল আল হিলাল জিতেছে একটানা ৩৪ ম্যাচ।
এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে তারা এই জয়ের জন্য। এ মৌসুমে ক্লাবটির দুটি শিরোপা জয় ও দুর্দান্ত পারফরম্যান্স উপলক্ষ্যে রিয়াদের কিংডম অ্যারেনায় স্টেডিয়ামে দর্শকদের জন্য উদ্যাপনের সুযোগ করে দেয় আল হিলাল।
সেখানে অনুষ্ঠান শেষে ফুটবলারদের লাউঞ্জে গিনেস সনদ হাতে নিয়ে স্মৃতি সংরক্ষণ করে রাখতে ভুল করেননি আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার।
বর্তমানে ইনজুরিতে থাকা এই ফরোয়ার্ড সেই সনদ নিয়ে ছবিও তুলেছেন। গত গ্রীষ্মের মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো হলেও আল হিলালের হয়ে বেশি ম্যাচ খেলা হয়নি তার।
ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকায়ও তাকে ছাড়াই খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।