03/12/2025 চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
নিউজ ডেস্ক
৩ জুন ২০২৪ ১০:৩২
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে শাহানাজ পারভীন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুরে সাপের কামড়ে মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার। গৃহবধূ শাহানাজ পারভীন ওই এলাকার হুমায়ুন কবীর ওরফে সালাউদ্দিনের স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির কাজ করছিল শাহানাজ পারভীন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দিলে বাড়ির লোকজন তাকে কবিরাজের কাছে নিলে শারীরিক অবস্থা ঠিক আছে বলে কবিরাজ সাফ জানিয়েছে দেয়। বাড়ির ফেরার পরেও তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান শাহানাজ পারভীন।
নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, বিষধর সাপের কামড়ে এক গৃবধূর মৃত্যু হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।