04/04/2025 ঈদে মিলাদুন নবী উপলক্ষে সিরাত সেমিনার
স্টাফ রিপোর্টার
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়ন মির্জাপুর বাজারে সিরাতুন্নবী (সা:) উপলক্ষে সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই-২ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ড.মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলার আমির অধ্যক্ষ ইয়াকুব আলি, ফতেপুর ইউনিয়ন আমির মাও. আহসান হাবীব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার শিবির সভাপতি মোঃ মুখতারুল ইসলাম।
মাও.আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান, প্রভাষক রহনপুর পিএম আইডিয়াল কলেজ।
তিনি বলেন - রাসুল (সা:) এর জীবনেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং দুনিয়াবি জীবনে নেতা হিসেবে একমাত্র রাসুল (সা:) কেই মানতে হবে অন্য কাউকে মানা যাবে না। তাহলেই পরকালে মিলবে জাহান্নাম থেকে মুক্তি।
সিরাত সেমিনারে রাসুল (সাঃ) সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলার আমির অধ্যাপক ইয়াকুব আলি, ফতেপুর ইউনিয়ন আমির মাও.আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার শিবির সভাপতি মোঃ মুখতারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।