04/08/2025 শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ৩৩৫৪ ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৬:২৬
গত ২৮ মার্চ আমরাপুরা অঞ্চলে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর দেশজুড়ে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আমরাপুরা শহরে সামান্য খাবারের জন্যও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে স্থানীয়দের।
মিয়ানমার সফররত জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতায় স্থানীয় মানবিক ও সাম্প্রদায়িক দলগুলোর ভূমিকার প্রশংসা করেছেন। তবে জাতিসংঘের মানবাধিকার কমিশন অভিযোগ করেছে, জান্তা সরকার রাজনৈতিক বিরোধপূর্ণ এলাকায় ত্রাণ সহায়তায় বাধা দিচ্ছে।
রাজনীতি ও ভূমিকম্পের ছায়ায় ক্ষতবিক্ষত মিয়ানমার
সেনাশাসিত সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সম্প্রতি থাইল্যান্ড সফর শেষে রাজধানী নেপিদোতে ফিরেছেন। তিনি ব্যাংককে এক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন এবং জানান, ডিসেম্বর মাসে ‘স্বাধীন ও নিরপেক্ষ’ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জান্তা সরকারের।
তবে আন্তর্জাতিক মহলে এ পরিকল্পনা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে। মোদি সরকার নির্বাচনকে “সমন্বিত ও বিশ্বাসযোগ্য” করার আহ্বান জানালেও সমালোচকরা একে "প্রহসনমূলক" বলেই উল্লেখ করছেন, যার উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা।
২০২১ সালে অং সান সু চির সরকারকে উৎখাতের পর থেকেই সেনাশাসনের কারণে দেশটির অর্থনীতি, স্বাস্থ্যখাত এবং জনজীবন ভেঙে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতে ইতোমধ্যেই ৩০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে এবং দেশের এক-তৃতীয়াংশ জনগণ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
জাতিসংঘ আরও জানিয়েছে, জান্তা সরকারের বিরুদ্ধে ভূমিকম্পের পরও ৫৩টি সহিংসতার অভিযোগ তদন্তাধীন, যার মধ্যে ১৬টি যুদ্ধবিরতির মধ্যেই সংঘটিত হয়েছে, এবং কিছু ক্ষেত্রে বিমান হামলাও চালানো হয়েছে।