04/08/2025 গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল
অনলাইন ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ০৯:০৬
ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, তারা "ভুলবশত" এই হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।
নিহতরা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস), জাতিসংঘ এবং গাজার সিভিল ডিফেন্সের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং একটি অগ্নিনির্বাপক ট্রাককে লক্ষ্য করে গুলি চালানো হয়।
প্রথমে ইসরায়েল দাবি করেছিল, রাতের আঁধারে সন্দেহজনকভাবে আলো ছাড়া যানবাহনগুলো অগ্রসর হওয়ায় গুলি চালানো হয়। তাদের দাবি ছিল, এই যানবাহন চলাচলের আগে সেনাবাহিনীর সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। তবে পরবর্তীতে নিহত একজন প্যারামেডিকের মোবাইল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, আক্রান্ত যানবাহনগুলোতে পরিষ্কারভাবে আলো জ্বলছিল এবং তারা আহতদের সহায়তা করছিল। এই ফুটেজ ইসরায়েলি বাহিনীর মিথ্যা বক্তব্যকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছে।
নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, হামলার আগমুহূর্তে ইসরায়েলি সৈন্যরা কোনো সতর্কতা ছাড়াই গুলি চালায়। পাঁচ মিনিটের বেশি সময়ের ভিডিওটিতে প্যারামেডিক রেফাত রাদওয়ানকে শেষবারের মতো আর্তনাদ করতে শোনা যায়। হামলার আগে সৈন্যরা গাড়ির দিকে এগিয়ে এসে কথাবার্তাও বলেছিল।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, নিহতদের মধ্যে ছয়জন চিকিৎসক হামাসের সঙ্গে যুক্ত ছিল— তবে এখনো পর্যন্ত এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। তারা এটাও স্বীকার করেছে যে, গুলি চালানোর সময় স্বাস্থ্যকর্মীরা নিরস্ত্র ছিলেন।
এদিকে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। পুরো গাজা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী।
এই ঘটনায় বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের পক্ষ থেকেও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।