04/08/2025 ঈদের নয় দিনের ছুটি শেষে খুলল সরকারি অফিস, ফিরল আগের সময়সূচি
অনলাইন ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ০৯:১৪
রোজা ও ঈদের ছুটির পর আজ থেকে আবারও অফিস চলছে আগের সময়সূচি অনুযায়ী—সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটির মধ্যে ছিল শবে কদর, ঈদুল ফিতর, নির্বাহী আদেশে ছুটি এবং নিয়মিত সাপ্তাহিক ছুটি। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (রোববার)। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়েন লাখো মানুষ। এবার ছুটি দীর্ঘ হওয়ায় বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী সময় নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন।
ছুটি শেষে গতকাল শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলস্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ছিল কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড়। গণপরিবহন সংকটের কারণে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়, বিশেষ করে লঞ্চযাত্রীদের ভিড়ে সদরঘাট ছিল সবচেয়ে চাপের মুখে।
উল্লেখ্য, রমজান মাসে সরকারি অফিসের সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। আজ থেকে রোজার আগের সময় অনুযায়ী সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চালু হয়েছে।
আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানীর সরকারি ও বেসরকারি কর্মস্থলগুলো।