04/08/2025 গাজায় গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক
অনলাইন ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ২১:১২
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় চলমান ভয়াবহতা ও নিহতদের করুণ পরিণতির চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এছাড়া যুদ্ধ বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, “গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
এদিকে, গাজায় চলমান হত্যাযজ্ঞ এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীনে বাকস্বাধীনতার দমন-পীড়নের প্রতিবাদে হাজারো মানুষ হোয়াইট হাউজের সামনে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানান এবং ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের আহ্বান জানান।
বর্তমানে গাজায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে খান ইউনিসে গত ১২ ঘণ্টায় চালানো ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
মানবিক পরিস্থিতিও দিন দিন অবনতি ঘটছে। এক মাস ধরে গাজায় কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেনি। ফলে সেখানে চরম খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের সংকট তৈরি হয়েছে। ফিলিস্তিনিরা এখন জীবন বাঁচাতে যেকোনো উপায়ে খাবার সংগ্রহে মরিয়া হয়ে পড়েছে।