04/08/2025 ঈদুল ফিতরের ছুটিতেও চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম চলমান
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল ২০২৫ ২১:১৭
এই সময়কালে বিভিন্ন সেবা কেন্দ্রে মোট ৫২ জনকে প্রসবপূর্ব সেবা, ৩৮ জনকে প্রসব সেবা, ৪৪ জনকে প্রসবোত্তর সেবা, ৪৩ জনকে নবজাতক সেবা এবং ৩ জনকে প্রসবোত্তর পিপিএফপি (পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং) সেবা দেওয়া হয়।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৯ জন প্রসবপূর্ব, ১৩ জন প্রসবকালীন, ১৮ জন প্রসবোত্তর এবং ১৭ জন নবজাতক সেবা পেয়েছেন।
সব মিলিয়ে ঈদের ছুটির এই ৮ দিনে জেলায় মোট ৩০৯ জন মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শুকলাল বৈদ্য এবং সহকারী পরিচালক (সিসি) ডা. আবু সাঈদ মুহাম্মাদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রসূতি মা ও নবজাতকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় রেখেই ছুটির মধ্যেও সেবা কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে, যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হন।”
এই উদ্যোগে সাধারণ মানুষ প্রশংসা করেছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যকর ও মানবিক সেবা প্রদানের জন্য।