04/08/2025 ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি, ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১৪:১০
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নানা স্লোগান দেন এবং দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানান।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠন। রোববার রাতেই দেশের অনেক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও গাজার পক্ষে অবস্থান জানিয়ে নোটিশ দিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন, আর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আজ এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে।
এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।