04/13/2025 ইসরায়েলে পড়তে না গিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন রাবির সাবেক শিক্ষার্থী কামরুল
অনলাইন ডেস্ক
৮ এপ্রিল ২০২৫ ০৯:৫৬
কামরুল ‘নিউরো ডাটা ইরাসমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’-এ ব্রেইন অ্যান্ড ডাটা সায়েন্স বিষয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। এই প্রোগ্রামের প্রথম বর্ষে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ে এবং দ্বিতীয় বর্ষে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলায় পড়াশোনার সুযোগ ছিল।
কামরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।
তিনি জানান, “গত ৬ এপ্রিল আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। তবে ইসরায়েলের প্রতি কোনো সমর্থন নেই আমার। গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের প্রেক্ষাপটে আমি ইসরায়েলে পড়তে রাজি হইনি।”
কামরুল আরও বলেন, “সম্ভবত এটি আমার অ্যাকাডেমিক জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অনেক ভাবনার পরই আমি অফারটি প্রত্যাখ্যান করি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।”
বর্তমানে তিনি আরও তিনটি ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় আছেন।