03/12/2025 বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে
সি.ই/স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪১
নিউজ ডেস্ক: বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে র্যাব সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ-সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার ভোরবেলা থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলিবিনিময় চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।