04/13/2025 গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
১১ এপ্রিল ২০২৫ ০৮:৩০
নিহত ইসমাইল হোসেন গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় রহনপুর-আড্ডাগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।