04/23/2025 চীনে এশিয়ান শীতকালীন গেমস ঘিরে সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
অনলাইন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ২২:২৩
অভিযুক্তরা হলেন—ক্যাথেরিন এ. উইলসন, রবার্ট জে. স্নেলিং এবং স্টিফেন ডাব্লিউ. জনসন। তারা সবাই এনএসএ’র ‘অফিস অব টেইলার্ড অ্যাকসেস অপারেশনস’ নামক সাইবার গোয়েন্দা ইউনিটে কর্মরত বলে জানানো হয়।
চীনের কম্পিউটার ভাইরাস পর্যবেক্ষণ সংস্থা জানায়, ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হারবিন শহরের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় ২ লাখ ৭০ হাজারের বেশি বিদেশি সাইবার হামলার রেকর্ড পাওয়া গেছে, যার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে হয়েছে। হামলার লক্ষ্য ছিল তথ্য সম্প্রচার, যাতায়াত নিয়ন্ত্রণ, কার্ড পেমেন্ট সিস্টেম এবং স্থানীয় অবকাঠামো।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছে, বিষয়টি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে ‘ভিত্তিহীন দোষারোপ ও আক্রমণ’ বন্ধ করার আহ্বান জানান এবং জানান, বেইজিং সাইবার নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
হারবিন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এনএসএ কর্মকর্তারা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সিস্টেমেও হামলা চালিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ইস্যু দেখিয়ে হুয়াওয়ের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।
চীনা বার্তা সংস্থা শিনহুয়া আরও জানায়, এই সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়া টেকের সম্পৃক্ততার প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ দিতে পারলে বা তাদের গ্রেফতারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে—যদিও কী ধরনের পুরস্কার, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
চীনের আইনে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। এর আগে গত মার্চে, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে এক সাবেক প্রকৌশলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সূত্র: এএফপি