04/22/2025 শেষ মুহূর্তের রোমাঞ্চে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ২২:৩৭
ম্যাচের মাত্র ২১ সেকেন্ড বাকি থাকতে ফজলে রাব্বির গোলে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে ওবায়দুল জয় ও সোহানুর রহমান সবুজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরায় ইন্দোনেশিয়া। এরপর রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ গড়ায় শেষ মুহূর্তে।
অবশেষে ম্যাচের শেষ মিনিটে ফজলে রাব্বির সংঘবদ্ধ আক্রমণ থেকে করা গোল স্বস্তি এনে দেয় বাংলাদেশের ডাগআউটে। ম্যাচ শেষে হতাশ স্বাগতিক খেলোয়াড়রা শুয়ে পড়েন মাঠে।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।
বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে থাইল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২৩ এপ্রিল।