04/22/2025 বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আহ্বান
অনলাইন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ২২:৪৮
রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত সৈন্য ও পুলিশ পাঠাতে প্রস্তুত। তিনি জাতিসংঘের পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম (পিপিআরএস)-এর র্যাপিড ডিপ্লয়মেন্ট পর্যায়ে বাংলাদেশের প্রতিশ্রুত পাঁচটি ইউনিটের কথাও তুলে ধরেন।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, নারীদের শান্তিরক্ষায় সম্পৃক্ত করার ব্যাপারে জাতিসংঘের একটি নীতিমালা রয়েছে এবং তারা নারীদের নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ রাখতে চায় না। বরং শান্তিরক্ষার সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে সমর্থন দেবে।
বর্তমানে বাংলাদেশের ৫,৬৭৭ জন শান্তিরক্ষী ১১টি সক্রিয় মিশনের মধ্যে ১০টিতে কাজ করছেন, যা বাংলাদেশকে শান্তিরক্ষী প্রেরণকারী শীর্ষ তিন দেশের কাতারে রেখেছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘের যাচাই প্রক্রিয়া বাংলাদেশ কঠোরভাবে অনুসরণ করে এবং প্রশিক্ষণ ও জবাবদিহিতায় আরও সহযোগিতা চায়, যাতে মানবাধিকার প্রতিপালন আরও জোরদার হয়।
সাক্ষাতে মিয়ানমারে চলমান সংঘর্ষ, সীমান্তে গোলাগুলির ঘটনা, এবং নাফ নদী সংলগ্ন এলাকায় জীবন ও জীবিকার বিঘ্ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক কক্সবাজার সফরের প্রসঙ্গ টেনে বলেন, এই সফর রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে নতুন আশার সৃষ্টি করেছে।