03/14/2025 বিপিএলের সেরা বোলিং রংপুরের ছেলে
আ/স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫০
স্পোর্টস ডেস্ক: নাম তার মুকিদুল। টি-টোয়েন্টি ফরম্যাটে তার সেরা বোলিং ফিগার ছিল ৩০ রানে ৩ উইকেট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শেরে বাংলায় ফরচুন বরিশালের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিং স্পেলটি উপহার দিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
৩.১ ওভার বল করে ২৩ রানে ৫ উইকেটের পতন ঘটিয়েছেন রংপুরের এ ২২ বছর বয়সী দ্রুত গতির বোলার। শুধু নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য উপহার দেয়াই নয়, এবারের বিপিএলের সেরা বোলিং ফিগারটিও নিজের করেছেন মুগ্ধ।
গত মঙ্গলবার সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে মুগ্ধর এই বোলিং স্পেলটাই এবারের বিপিএলের সেরা বোলিং। এর আগে সেরা স্পেলটি ছিল খুলনা টাইগার্স অফস্পিনার নাহিদুল ইসলামের। ঢাকা ডমিনেরটর্সের বিপক্ষে মাত্র ৬ রানে ৪ উইকেট দখল করেছিলেন নাহিদুল।
২৪ জানুয়ারী ওই স্পেলটিও ছিল শেরে বাংলা স্টেডিয়ামে।