
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুপুরে চকপাড়া বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪ এমপি হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুটি ক্যারেট সহ দুজন ব্যক্তিকে দেখতে পায় টহলদল। অতঃপর তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ক্যারেট রেখে সেখান থেকে পালিয়ে যায়। এমতাবস্থায় দুটি ক্যারেটে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে বিজিবি।
গোলাম কিবরিয়া বলেন, যারা এসব বিস্ফোরক দ্রব্যাদি পরিবর্তন করছিলো তারা অবশ্যই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার উদ্দেশ্যেই করছিল। আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, এগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরোও জানান, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করে গ্ৰেফতার অভিযান পরিচালনা করা হবে প্রত্যাশা করছি।
আপনার মূল্যবান মতামত দিন: