
নিউজ ডেস্ক: বিশ্বব্যাপি স্কাউট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হল বি. পি. দিবস-২০২৩ পালন করা হয়।
আজ সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার জনাব এ কে এম গালিভ খাঁন কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন। এই সময় আর উপস্থিত ছিলেন, আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রসাশক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সভাপতি মন্ডলী সহ জেলা স্কাউটের বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
অতঃপর জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন প্রদক্ষিণ করে।
আপনার মূল্যবান মতামত দিন: