-2024-04-02-23-06-13.jpg)
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আদ্য মঙ্গলবার বিকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম দফায় শতাধিক অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি আলমগীর জয় এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।
এছাড়াও শিবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুলসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সংগঠনটির পরিচালক আলমগীর জয় বলেন, সংগঠনের উপদেষ্টা ডা. মাহফুজ রায়হানসহ আমরা অসহায়দের পাশে আছি এবং থাকব। তিনি সমাজের বিত্তবানদেরও সেবামূলক এমন কাজে এগিয়ে আসার অনুরোধ জানান
আপনার মূল্যবান মতামত দিন: