
নিউজ ডেস্কঃ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মালয়েশিয়ার তাবলীগ জামাতের ১১ জন আলেম চাঁপাই নবাবগঞ্জে অবস্থান করছে ।
গত বৃহস্পতি বার ০২-০২-২০২৩ তারিখ হতে শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদে তারা অবস্থান করছে । আল্লাহর দ্বীন প্রচার করার জন্য তারা জামায়াত বদ্ধ ভাবে বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন ।
স্থানীয় লোকদের থেকে জানা যায় তাবলীগ জামায়াত এর এই দাওয়াত তাদেরকে ধর্মের দিকে অনেক আগ্রহ করছে।
স্থানীয় লোক আরো বলেন এই রকম কোন বিদেশী তাবলীগ জামায়াত এর আগে কখন ও তাদের এলাকায় আসেনি ।
তথ্য সূত্রঃ আবু সাঈদ
আপনার মূল্যবান মতামত দিন: