
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয় এবং চলে রাত সোয়া ১২টা পর্যন্ত।
বিক্ষোভে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ বলেন, “আমরা কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, আগামীকাল সকল ক্যাম্পাসে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেই সঙ্গে বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের চারপাশে অবস্থান নিয়ে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ ত্যাগ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: