
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেনের নেতৃত্বে মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া ঘুরে পুনরায় আগারগাঁওয়ে এসে শেষ হয়।
সমাবেশে ছাত্রনেতা মিনার হোসেন অভিযোগ করেন, “জাহিদুলকে হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব বনানী থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত, তাদের মামলার আসামি না করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। এটি সবাই দেখেছে।”
তিনি আরও বলেন, “প্রথমে তারা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সরাসরি জড়িত এবং আরও কয়েকজন আশপাশে ছিলেন। এরপরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
মিনার হোসেন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার ও দায়িত্বহীন বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংকট তৈরি করবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, রাবিদ হাসান, হিমেল তালুকদার তাসরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হোসেন শোভন, আহসান হাবীব তাছুম, সহ-সাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, স্বজন মোহাম্মদ, আশা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ইফতিকার হাসান টিপু, এআইইউবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: