চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
৬ষ্ঠ ও  ৭ম শ্রেণির ২০২৩ শিক্ষাবর্ষের বইয়ের অসংগতি ভুল বা তথ্য -উপাত্ত থাকলে তা পর্যালোচনা পূর্বক সংশ্লিষ্ট কার্যক্রমে কারো গাফিলতি আছে কিনা  বা ইচ্ছাকৃত কোন ভুল ছিল কি  না, তা তদন্তে ২টি তদন্ত  কমিটি গঠন করা হয়েছে।

৬ষ্ঠ-৭ম শ্রেণির বইয়ে ভুলঃ তদন্ত কমিটি গঠন

হ.আ/স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫০

হ.আ/স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫০

৬ষ্ঠ ও  ৭ম শ্রেণির ২০২৩ শিক্ষাবর্ষের বইয়ের প্রচ্ছদ

নিউজ ডেস্ক: ৬ষ্ঠ ও  ৭ম শ্রেণির ২০২৩ শিক্ষাবর্ষের বইয়ের অসংগতি ভুল বা তথ্য -উপাত্ত থাকলে তা পর্যালোচনা পূর্বক সংশ্লিষ্ট কার্যক্রমে কারো গাফিলতি আছে কিনা  বা ইচ্ছাকৃত কোন ভুল ছিল কি  না, তা তদন্তে ২টি তদন্ত  কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিটি কমিটিতে ৭জন করে সদস্য আছেন। একটি কমিটিকে ১ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর অন্য কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

একটি তদন্ত  কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিকও উচ্চমাধ্যমিক বিভাগের  অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে। সদস্য সচিব হলেন মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা বিভাগের  উপ সচিব মোঃ মিজানুর রহমান। এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।


১টি কমিটির সদস্যরা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোল্লা মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন উপ সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( অর্থ ও ক্রয়) অধ্যাপক সিরাজুল ইসলাম খান এবং বিএএফ শাহীন স্কুলের সহকারী শিক্ষক মো. আদ্বুল মান্নান মিয়া।


আরেকটি তদন্ত কমিটির আহ্বায়ক হলেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্সের পরিচালক  ড. আব্দুল হালিম এবং সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক  মো. আজিজ উদ্দিন। এই কমিটিকে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। 



আপনার মূল্যবান মতামত দিন: