
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী জুন মাসের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
পিএসসি আরও জানায়, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৮ থেকে ১৯ মে এবং পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।
এ ছাড়া, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে। তবে যারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত থাকবে এবং তা ১৬ জুনের পর দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বনির্ধারিত ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
পিএসসি বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেছে, সাম্প্রতিক সময়ে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এই প্রেক্ষাপটে পিএসসি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানাতে এই পরিকল্পনা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে— পিএসসি'র ওয়েবসাইটকে একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করতে এবং সময়মতো আপডেট পেতে নিয়মিত ওয়েবসাইট পরিদর্শন করতে।
আপনার মূল্যবান মতামত দিন: