
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। আজ সকাল ১০ টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রওশন আলী, উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর মহোদয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জেছের আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর জেলা প্রশাসক মহোদয় বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তার ও উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উদ্যোগ এবং বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতির উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
আপনার মূল্যবান মতামত দিন: