চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো ঈদের সম্মানী ভাতা পেলেন ২২৫ জন ইমাম।

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪ ০৯:২৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪ ০৯:২৩

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২২৫টি মসজিদের ইমামদের দেওয়া হয়েছে ঈদের সম্মানি ভাতা।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে পৌরসভার সভাকক্ষে ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের হাতে ভাতা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ মোখলেসুর রহমান।

এসময় ১৫ টি ওয়ার্ডের ২২৫টি মসজিদের ইমাম ও ৪৮টি ঈদগাহের ইমামদের মাঝে সম্মানি ভাতা তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানি ভাতা দেওয়া হয়েছে।

আগামীতেও ইমামদের জন্য এমন আয়োজন থাকবে বলে জানান পৌরসভার মেয়র জনাব মোঃ মোখলেসুর রহমান।

তিনি জানান, ইতোমধ্যে রেজুলেশন করে আগামীতেও যেন ইমামগণ তাদের প্রাপ্য সম্মানী ভাতা পান এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: