
চাঁপাইনবাবগঞ্জে অবহেলিত আম শিল্প ও সম্ভাবনা বিষয় নিয়ে আম ব্যবসায়ী-আম চাষীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কৃষি অ্যাসোসিয়েশনের আয়োজনে আম গবেষণা কেন্দ্রে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আম গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল প্রামাণিক, আম গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. জমির উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আম শিল্পকে টিকিয়ে রাখতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
আম থেকে অনেক ধরনের আমের পণ্য উৎপাদন হয়ে থাকে। এগুলোকে সারাদেশে সারা বছর পাঠানোর জন্য আমের হিমাগার প্রয়োজন রয়েছে।
পরে কর্মকর্তাদের সাথে উম্মুক্ত আলোচনা করেন আম চাষী-আম ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা
আপনার মূল্যবান মতামত দিন: