
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা - ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি, সকাল ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ডাঃ আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর আওতায় জেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই, চাঁপাইনবাবগঞ্জ এর সুপারিন্টেন্ডেন্ট জনাব মোহাঃ রবিউজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাপিয়া সুলতানা। উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন জেলার ৫ উপজেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদিন খেলা শেষে বিকেলে বিজয়ী শিক্ষায়দের মাঝে পুরস্কার তুলে দিবেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিব খান।
আপনার মূল্যবান মতামত দিন: