
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ " এই শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার (০১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রসাশক এর সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে, সেখানে বীমা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মাঠকর্মীরা র্যালিতে অংশ গ্রহন করেন। বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ৷
এসময় বক্তরা জাতীয় বীমা দিবসকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
আপনার মূল্যবান মতামত দিন: