
”পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” স্লোগানে, ”সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উক্ত আলোচনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম।সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্যবর জেলা প্রশাসক একে এম গালিভ খান,
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ পলাশ সরকার চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, চেম্বার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম শহীদ
প্রমুখ।
এ সময় বক্তারা, দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং পরিবেশবান্ধর পাটের বস্তা এবং পাট জাতীয় পণ্য ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করার আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: