
চাঁপাইনবাবগঞ্জে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা; বর্ষবরণকে স্বাগত জানিয়ে দলীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজন করা হয়। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর শতাধিক সদস্যরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পাহারায় আছেন।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ-এ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয় হতে জেলার বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা করে আবার সেটি জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে আসে। এর পর বর্ষবরণকে স্বাগত জানিয়ে দলীয় সংগীত পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন শেষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় আগত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা করা হয়। এসময় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যেমন- ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক, স্থানীয় সরকার সচিব, দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম গালিভ খাঁন, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম(বার), পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ ; জনাব মোঃ আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ ; প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু , অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ ; প্রফেসর মোসাঃ মনোয়ারা খাতুন, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জ ; এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা, চাঁপাইনবাবগঞ্জ।
আপনার মূল্যবান মতামত দিন: