
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণশহরে সাঁতালপাড়া এলাকার ধান ক্ষেত থেকে পুলিশ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, বুধবার বেলা সোয়া ১১ টার দিকে সাঁতালপাড়ার একটি ধান ক্ষেতে ২৮ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: