
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে দেবীনগরের ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান " আদর্শ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ" এর উদ্দ্যোগে ৫০ টি গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
"সুস্থ সুন্দর সমাজ গঠন এবং মানবতার সামগ্রিক কল্যাণ সাধনই আমাদের অঙ্গিকার" স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আদর্শ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ নামে এই প্রতিষ্ঠানটি ২০১০ সালে দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রতিষ্ঠা লাভ করে। জন্ম লগ্ন থেকে নানা মুখী কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর ডিসেম্বরে অত্র অঞ্চলের ৮ টি ইউনিয়ন থেকে জেএসসি/জেডিসি পরিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়াও এর মূল ভবনে একটি পাবলিক লাইব্রেরি রয়েছে, যেখানে যে কেউ গিয়ে বই পড়তে পারে। সমাজের মূলে গিয়ে সমাজ পরিবর্তন করা কিছু স্বপ্নচারী মানুষ এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: