
নিউজ ডেস্ক:- চাঁপাইনবাবগঞ্জে চেয়ারে বসে ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ফাহাদ আলী(১৬) নামে এক কিশোরকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিনে সন্ধ্যায় ৭.৩০ মিনিটে শহরের বারোঘরিয়ার মহানন্দা ব্রিজ গোল চত্তর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইমন আলী(১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত যুবক ফাহাদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে,ও আহত ইমন একই গ্রামের ভাড়াটিয়া মুনিরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাহাদ আলী ও কয়েকজন যুবকের মাঝে ফুচকা খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একজন যুবক ফাহাদ আলীর বুকে চাকু ঢুকিয়ে দেই। এতে গুরুতর আহত হয় ফাহাদ। পরে স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইমন নামে আরও এক যুবক আহত হয়েছে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: