চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁপাইনবাবগঞ্জে হিরোইনসহ তিনজন গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪ ১৫:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪ ১৫:৩৭

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  নরেন্দ্রপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার (৩০ মার্চ) বিকেলে এক অভিযান চালিয়ে ১০০ গ্রাম হিরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: দুলাল হোসেন, মৃত ইমরান আলীর ছেলে খাইরুল ইসলাম এবং শাহাজানপুর এলাকার একরামুল আলীর ছেলে জুলফিকার আলী ভুট্টু।

পুলিশ সূত্র থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরেন্দ্রপুরের উত্তর কাইয়াপাড়া এলাকায় এসআই মোঃ মাহাফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান  পরিচালনা করে ধৃত আসামীদের আটক করা হয়।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: