চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
রমজানের প্রথম দিনে ঐতিহ্যবাহী ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু।

সাংবাদিককে ঘুষি মারলেন পুলিশের এসি

আ/ স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৩:৫১

আ/ স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৩:৫১

সংগৃহিত ছবি

রমজানের প্রথম দিনে ঐতিহ্যবাহী ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু। মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৩টার দিকে চকবাজার থানার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত। তিনি বলেন, চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সময় সিভিল পোশাকে এসি জিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে। তবে গায়ে হাত তোলার বিষয়টি অস্বীকার করেছেন লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদ।

তিনি বলেন, এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: