
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ৫৮-বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার কালিগ্রাম এলাকার অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর গ্রামের সম্রাট বালা (৩১), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার নগরকান্দি গ্রামের মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের আল মামুন (২৭) এবং রাজবাড়ির বালিয়াকান্দি থানার দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃত বাকি চারজন নারী, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, একই সময়ে মহেশপুর সীমান্তের উথলী, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর বিওপি এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা, ৩৫ বোতল ফেনসিডিল, ৬৩ বোতল বিদেশি মদ, ১৮ বোতল বিয়ার এবং ১৮৮ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: