
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ঝাউচর বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বেলা ১২টার দিকে আমাদের কাছে খবর আসে হাজারীবাগ বেড়িবাঁধ-সংলগ্ন ঝাউতলা বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: