04/24/2025 ৬৮ হাজার শিক্ষক নিয়োগ
হ.আ/ স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারী ২০২৩ ০৯:৩২
নিউজ ডেস্ক: ইতিমধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার৩৯০ জন শিক্ষক নিয়গের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় হয়েছে। গতকাল রবিবারে এ সময় শেষ হয়। নিয়ম অনুযায়ী যেহেতু আবেদন করার ৭২ ঘন্টা পর্যন্ত টাকা জমা দেওয়া যায়, তাই আগামী (১ ফেব্রুয়ারি )বুধবার পর্যন্ত ফি জমা দিতে পারবেন আগ্রহীরা।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনের শেষ সময় হয়েছে গতকাল(২৯ জানুয়ারি) রাত ১২ টায়। ই- অ্যাপ্লিকেশন আইডি যারা পেয়েছেন, তারা আগামী বুধবার(১ফেব্রুয়ারি)রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন।
৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্হাপনা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৩৬হাজার ৮৮২টি।সব কটি এমপিভুক্ত পদ। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়।
আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত নিয়মসহ ভিডিও টিউটোরিয়াল এ ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে।
আগের গণবিজ্ঞপ্তিগুলোয় একজন প্রার্থী যত খুশি তত শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন। কেউ কেউ আবার ৭০০ থেকে ১০০০ শিক্ষা প্রতিষ্ঠানেও আবেদন করতেন।
বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এর আগে যেসব গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেগুলোর তুলোনায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।
চতুর্থ গণবিজ্ঞপ্তির নতুন শর্ত অনুযায়ী, ৪০ টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ আবেদন করতে পারবেন না।
এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন ফি এক হাজার টাকা করা হয়েছে । অর্থাৎ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য প্রার্থীকে একবার ১ হাজার টাকা দিতে হবে।
এর আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য ১০০০ টাকা করে ফি নেওয়া হতো। অর্থাৎ কেউ ৫০০ টি প্রতিষ্ঠানে আবেদন করলে তার ফি আসতো ৫০ হাজার টাকা। কিন্তু এবার সব শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ফি এক হাজার টাকা করা হয়েছে।