04/24/2025 প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি এ বছরের মার্চে প্রকাশ হতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় কিছু রদবদল এনে মার্চের মাঝামাঝি বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন নিয়মে এবার প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ হবে। দেশজুড়ে একইসঙ্গে পরীক্ষা হবে না। ধাপে ধাপে বিভাগ ও জেলা ভিত্তিক নিয়োগ পরীক্ষা হবে। দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ করতে আট বিভাগকে চার ভাগে ভাগ করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশও হবে আলাদাভাবে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে আগের প্রক্রিয়ায় পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মৌখিকভাবে এ প্রস্তাব দেয়। মন্ত্রণালয় থেকে নীতিগত সিদ্ধান্তও হয়েছে। বর্তমানে লিখিত প্রস্তাব পাঠানো হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়োগপ্রক্রিয়া শুরু করলেও তা শেষ করতে দুই-তিন বছর লেগে যাচ্ছে। শিক্ষক ছাড়া শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে। সেটিকে গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগের জন্য বিভাগ অনুযায়ী আলাদা-আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরই ধারাবাহিকতায় মার্চের মাঝামাঝি সময়ে দুইটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
২০২০ সালের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৭ হাজার ৫৭৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছে অধিদপ্তর। গত বছরের ১৪ ডিসেম্বর এ ফল প্রকাশ করা হয়। চলতি বছরের জানুয়ারির মধ্যে তাদের যোগদান করানো হয়েছে।