04/25/2025 শিবগঞ্জে হেরোইন সহ আটক একজন
স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৩ ০৫:০৭
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ একজনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাস্পের সদস্যরা।
শনিবার(১১ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের মো. মানারুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৪৫)।
শনিবার দুপুরে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের আটক আরিফ এর বাড়িতে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।