04/25/2025 শান্তিমোড়ে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার
২২ অক্টোবর ২০২৩ ১৯:২৩
আজ সন্ধা ৬.৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ের পশ্চিম দিকে একটি সোনামসজিদগামী ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মোঃ শামসুজ্জামান, তিনি হলেন- পৌরসভার চার (০৪) নম্বর ওয়ার্ডের চৌহদ্দীটোলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম-মৃত একরামুল হক।
চলন্ত মটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মটরসাইকেল আরোহী। এসময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টোরঘর এলাকায় গিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এরকম বীবৎস মৃত্যু দেখে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীরা জানান, এমন ভয়াবহ মৃত্যু এরাস্তায় অনেক বেড়ে গেছে। ট্রাক চালকদের বেপরোয়া আরচণ এর জন্য বেশী দায়ী বলে দাবী স্থানীয়দের।