04/25/2025 ২০২৬ সালের ৩০ জুন বা তার কাছাকাছি সময়ে নির্বাচন: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:০৯
২০২৬ সালের ৩০ জুন বা তার কাছাকাছি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ, তফসিল সব বিষয়ে নির্বাচন কমিশন জানাবে, তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে ধরে নেয়া যায় ২০২৬ সালের ৩০ জুন বা তার কাছাকাছি সময়ে নির্বাচন হবে।’
প্রেস সচিব বলেন, নির্বাচনের সময় বাড়বে কি না সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সব পক্ষের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনের আগে কতটা সংস্কার হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। ঐক্যমত্য কমিশন ছোট দল বড় দল নয়, সমাজের প্রতিটি অংশীজনের মতামতকে গুরুত্ব দেবে।’