04/24/2025 ডিপিএলের টেকনিক্যাল কমিটির নতুন প্রধান নাজমুল আবেদীন ফাহিম
অনলাইন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ০৮:৫৯
বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, “আমাদের কনভেনার এনামুল হক মনি রিজাইন করেছে। সিসিডিএমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে নাজমুল আবেদীন ফাহিম ভাই টেকনিক্যাল কমিটির নতুন কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।”
এদিকে, আম্পায়ারদের অসন্তুষ্টি নিয়েও কথা বলেন মিঠু। সম্প্রতি আম্পায়ার সৈকত পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মিঠু বলেন, “আসলে পদত্যাগের কথা হয়নি। সৈকতসহ কয়েকজন আম্পায়ার কিছু বিষয়ে অসন্তুষ্ট ছিল, তাই আমরা তাদের সঙ্গে বসেছিলাম। ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার—‘জিরো টলারেন্স’। সিসিডিএমের নিয়মের মধ্যেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ম্যাচ শেষে আম্পায়ারের সমালোচনা করেন। এর ফলে এক ম্যাচ নিষিদ্ধ হন হৃদয় এবং তার নামে ৪টি ডিমেরিট পয়েন্টসহ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করা হলেও, নাটকীয়ভাবে তা আবার কমে এক ম্যাচে নামিয়ে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই আম্পায়ারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
ডিপিএলে এমন সিদ্ধান্ত এবং বিতর্ককে ঘিরে বিসিবি ও সিসিডিএম কতটা কঠোর অবস্থানে যায়, সেটিই এখন দেখার বিষয়।